মণীশ মীনা নামে এক যুবক ঘুষ দিয়ে তার স্ত্রী আশা’র জন্য একটি সরকারি চাকরি পেতে সাহায্য করেছিলেন। এই কাজে তিনি রেলের নিয়োগ পরীক্ষায় একটি ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নিয়েছিলেন, যার জন্য তিনি ১৫ লাখ টাকা দেন এবং নিজের চাষের জমি বন্ধক রাখেন। তবে চাকরি পাওয়ার পর স্ত্রীর আচরণ বদলে যায় এবং মণীশকে 'বেকার' বলে তাকে ছেড়ে দেন আশা।
মণীশ তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে রেলে হওয়া এক বড় কেলেঙ্কারি ফাঁস করেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আশা তাকে আর্থিকভাবে প্রতারিত করেছেন এবং তাকে ছেড়ে চলে গেছেন।
পুলিশ এখন তদন্ত শুরু করেছে, কারণ তারা সন্দেহ করছে যে, শুধু আশা নয়, আরও অনেকেই রেলে চাকরি পেতে এমন ভুয়া প্রার্থী ব্যবহার করেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।